জীবননগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

জীবননগর অফিস :-

চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৪ মার্চ/২৫) উপজেলা জামায়াতের কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে অভিহিত করেন।

তারা বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক এবং সত্য প্রকাশের অগ্রদূত।

দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে সাংবাদিকেরা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন।

জামায়াত নেতারা আরও বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক এবং উন্নত রাষ্ট্রে পরিণত করতে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

তারা সমাজের সব স্তরে সততা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কোরআন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা ওলামা সম্পাদক ইসরাঈল হোসেন,

জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক এবং উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো. হারুন অর রশীদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক।

ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তারা এ ধরনের আয়োজনকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *