মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

বিশেষ প্রতিনিধি,ঝিনাইদহ:-

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণসহ সারাদেশে নারীদের প্রতি ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংগঠন ওয়েলফেয়ার এফোর্টস

ব্যানার, ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, সমাজকর্মী ও সাধারণ মানুষ।

এক ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মানবাধিকার ডিফেন্ডার ফোরামের

সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদর উপজেলা শাখার সভাপতি আহম্মদ হোসেন,

সাধারণ সম্পাদক বাবলু কুমার কুন্ডু, তরুণ সংগঠক শারমিন আক্তার ইমু এবং গোল্ডেন ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক চন্দন বসু মুক্তসহ অন্যান্যরা।

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি

মানববন্ধনে বক্তারা দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের প্রতি ঘটে চলা সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটলেও যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে।

বক্তারা দ্রুত বিচার আইনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাশাপাশি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি,

পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরে নারীদের প্রতি শ্রদ্ধাশীল মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেন তারা।

সমাজ পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

এ ধরনের বর্বর অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে উল্লেখ করেন বক্তারা।

তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ঝিনাইদহের সাধারণ মানুষও নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে দোষীদের শাস্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *