জীবননগরে খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের দত্তনগর সড়কের পাশে নয়নজুলি খালে অবৈধভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করায় ওলিউর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওলিউর রহমান নয়নজুলি খালের ওপর বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেন, যা খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিল।

এতে কৃষি জমিতে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় সমস্যা দেখা দেয় এবং আশপাশের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হন।

বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পরিদর্শনে যায়। অভিযুক্ত ব্যক্তি প্রথমে নিজের ভুল স্বীকার করে বাঁধ অপসারণের জন্য সময় চেয়ে নেন।
তবে নির্ধারিত সময় পার হলেও তিনি বাঁধ সরাননি। ফলে ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, “খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা এবং সরকারি সম্পত্তি দখল করা গুরুতর অপরাধ।

অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে বাঁধ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন। তারা বলেন, খাল ও জলাশয় দখল রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে পরিবেশ সুরক্ষিত থাকবে এবং কৃষিকাজে সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *