ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপায় অজ্ঞান পার্টির কবলে পড়েছে দুটি পরিবার।দুর্বৃত্তরা গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে।
এরপর তারা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটে সোমবার (২৪ মার্চ) গভীর রাতে উপজেলার দুধসর গ্রামে।
ভোরে স্থানীয়রা টের পেয়ে দুই পরিবারের সদস্যদের উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত ব্যবসায়ী বিজু চাকী ও সুমন চাকীর বাড়িতে প্রবেশ করে।
তারা ঘরের ভেতরে চেতনানাশক স্প্রে ছড়িয়ে দেয়, যার ফলে বাড়ির সদস্যরা অজ্ঞান হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “দুধসর গ্রামে অজ্ঞান পার্টির হামলার ঘটনা শুনেছি।
পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।