আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:-
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ৮২ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার,
সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাতুল হক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্যোক্তা এ্যাড. এম এ মজিদ জানান, নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হরিণাকুন্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৮২ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আর্থিক স্বচ্ছলতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেলাই মেশিন পাওয়া নারীরা আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।