গাজা দখলে ব্যর্থ হয়ে চাপে ইসরাইল

বিশেষ প্রতিনিধি,আবু সাইদ শওকত আলী:-

গাজার ওপর দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে এবার বেকায়দায় পড়েছে ইসরাইল।

যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরাইলি বাহিনী গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মুসলিম নিধন অভিযান শুরু করলেও এবার পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ সমর্থন নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আগ্রাসন চালালেও মুসলিম বিশ্ব ও তার মিত্ররা শক্ত অবস্থানে রয়েছে।

ইরান, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, রাশিয়া, চীনসহ একাধিক শক্তিশালী দেশ একযোগে ইসরাইলের বিরুদ্ধে সরব হয়েছে।

গাজার প্রতিরক্ষায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে তারা ইসরাইলি বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে।

এদিকে, ইসরাইলের ভেতরেই নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। যুদ্ধ পরিস্থিতি জটিল হওয়ায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী তার নীতির বিরোধিতা করছেন।

দেশটির সাধারণ জনগণও ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছে। যুদ্ধের পরিবর্তে শান্তির পক্ষে জনমত গড়ে উঠলেও নেতানিয়াহু মার্কিন সমর্থন নিয়ে আগ্রাসন চালিয়ে যেতে বদ্ধপরিকর।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি প্রতিকূলে গেলে যুক্তরাষ্ট্রও তার অবস্থান পরিবর্তন করে নেতানিয়াহুকে সমর্থন প্রত্যাহার করতে পারে, যা বিশ্ব রাজনীতিতে নতুন মোড় সৃষ্টি করবে।

ইসরাইলি বাহিনীর বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে গাজার ভবিষ্যৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *