জীবননগরে ছিনতাইয়ের এক দিনের মধ্যে তিনজন গ্রেফতার, উদ্ধার কিছু টাকা

জীবননগর অফিস:-

 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নগদ কোম্পানির ডিএসও এজেন্টের কাছ থেকে দুই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায়  মাত্র  এক দিনের  ব্যবধানে  তিনজনকে  গ্রেফতার  করেছে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া টাকার মধ্যে ২৪ হাজার ৭৪৯ টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণ

নগদ কোম্পানির ডিএসও এজেন্ট রাব্বী হোসেন শনিবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এজেন্টের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা সংগ্রহ করেন।

টাকা নিয়ে মোটরসাইকেলে করে জীবননগর শহরের উদ্দেশে রওনা হলে সীমান্ত ইউনিয়নের কয়া-বেনীপুর সংযোগ সড়কে তিনজন ছিনতাইকারী তাকে আটকে লাঠি দিয়ে মারধর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।

এসময় প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন ছিনতাইকারীদের চিনতে পারেন এবং টাকাউদ্ধারে সহায়তা করার আশ্বাস দেন।

অভিযান ও গ্রেফতার

ঘটনার পরপরই জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রবিবার (২৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে উপজেলার কয়া গ্রামের মাহাজেল ঢালির ছেলে আসিফ ঢালী (২৪),

কালাম মল্লিকের ছেলে লাল্টু (৩২) ও শহিদুল ইসলামের ছেলে মিলনকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে ২৪ হাজার ৭৪৯ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের বক্তব্য

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “ছিনতাইয়ের ঘটনার পরপরই আমরা দ্রুত অভিযান পরিচালনা করি।

গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

এলাকাবাসীর প্রতিক্রিয়া

স্থানীয়দের অভিযোগ, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তারা অত্যন্ত ভয়ংকর ও দুর্ধর্ষ হিসেবে পরিচিত ছিল। পুলিশের তৎপরতায় তাদের গ্রেফতার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন  এবং  দ্রুত  অভিযানের  জন্য  পুলিশের  প্রশংসা করেছেন।

পরবর্তী ব্যবস্থা

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতার ও অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *