জীবননগর অফিস:-
মহান স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস স্মরণে চুয়াডাঙ্গার জীবননগরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমীন সভায় সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান,সাংবাদিক প্রতিনিধি মো. রিপন হোসেন (আজকের পত্রিকা ও এনটিভি অনলাইন),সাংবাদিক ওমর ফারুক ও আল
আমিন মোল্যা প্রমুখ।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রির নির্মম গণহত্যার বর্ণনা দেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এ রাতে নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, যা বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা।
সভায় বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ
দেন।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপজেলা প্রশাসনের এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।