কোটচাঁদপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী ঝিনাইদহ:-

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (তারিখ উল্লেখ করুন) কোটচাঁদপুর পৌর শহরের আস্থা কনভেনশন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোঃ মতিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই,

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. মতিউর রহমান খান,

মাস্টার আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক শরিফুল ইসলাম,

মাস্টার মশিউর রহমান, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার রেজাউল হোসেন, শরিফুর রহমান টিটো,

নবীরুল ইসলাম, পৌর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম,

পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ

আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

মাহফিলে রমজানের তাৎপর্য, সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা

এবং দেশের কল্যাণে একত্রিত  হয়ে  কাজ করার আহ্বান জানানো হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *