জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ/২০২৫) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন।
এছাড়া সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বক্তারা স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ বেলাল হোসেন।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার।
আলোচনা সভায় সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।