জীবননগরে ৩৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় ঈদগাঁহ কমিটি গঠন

জীবননগর অফিস:-

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের ব্যবস্থাপনা ও ঈদ জামাতের সফল আয়োজন নিশ্চিত করতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার  বাদ জোহর ঈদগাঁহ মাঠে এক আলোচনা সভার মাধ্যমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে এলাকাবাসীর সর্বসম্মত সিদ্ধান্তে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃত্ব:
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক খলিলুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কাজী মনিরুজ্জামান লাভলু, মোহাম্মদ আলী সর্দ্দার,

ফনিচ উদ্দীন, আবু হানিফ ও মাহিদুল ইসলাম মিন্টু। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মাহিদুল ইসলাম মিন্টু।

কমিটির অন্যান্য সদস্যরা:
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মতিয়ার রহমান মতু, মোহাম্মদ আলী সান্টু, ওমর আলী, আমির হোসেন, মোমিন উদ্দীন,

জালাল উদ্দীন, মাহবুব হেলাল বাবু, শাহজামাল হোসেন, শফিকুল ইসলাম শফিক, ইকবাল উদ্দীন ইকরাম, রহিত উদ্দীন,

ওয়াহেদুল ইসলাম খোকন, মনিরুজ্জামান রব, আব্দুর রশিদ, শফিকুল ইসলাম ড্যানি, মোমিনুর রহমান,

আব্দুস সোবহান, মাসুদ মুনছুর, খলিলুর রহমান, ফকির মিস্ত্রি, আল-মামুন, বদর উদ্দীন, মোশারফ হোসেন, আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম,

হাসানুজ্জামান হাসু, জাকির হোসেন লিটন, খোরশেদ আলী, শরিফ উদ্দীন হালসানা,

গোলাম কিবরিয়া, মাসুদ পারভেজ রানা, বিপ্লব হোসেন, সোহেল তানভীর ও মোহাম্মদ আব্দুল্লাহ।

উপদেষ্টা পরিষদ:
কমিটির সার্বিক দিকনির্দেশনার জন্য শহরের বিশিষ্ট ১২ জন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা হলেন— বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রহমান, হাজী তবিবুর রহমান, হাজী নাজমুল ইসলাম, হাজী আব্দুল মজিদ, হাজী কামরুজ্জামান,

আশাদুল হক সর্দ্দার, আলী কদর মোল্লা, বিশিষ্ট সাংবাদিক হাজী মুন্সী মাহবুবুর রহমান বাবু, মাজেদুর রহমান লিটন,

বিশিষ্ট শিক্ষাবিদ জিয়াউল হক, বিশিষ্ট ব্যাংকার মাসুদ করিম এবং সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দীন।

কমিটি গঠনের পটভূমি ও পরিকল্পনা:
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সর্দ্দার জানান, দীর্ঘদিন অচলাবস্থার পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে

এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে কেন্দ্রীয় ঈদগাঁহ সংলগ্ন প্রতিটি মহল্লার প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

তিনি আরও জানান, শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করা হবে।

নবগঠিত কমিটি ঈদগাঁহের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করবে।

এ লক্ষ্যে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নতুন কমিটির প্রত্যাশা

নবগঠিত কমিটি সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল ফিতরের জামাত আয়োজনের পাশাপাশি কেন্দ্রীয় ঈদগাঁহের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *