গঞ্জেরখবর ডেস্ক:-
হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করেছেন
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের।
এ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শবে কদরের বরকতময় রাতে মুসলিম উম্মাহর সংহতি,
সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করা উচিত।
শবে কদর উপলক্ষে দেওয়া এক বাণীতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, শবে কদর হলো এক পুণ্যময় ও মহিমান্বিত রজনী।
সহস্র মাসের চেয়েও উত্তম এই রাত মানবজাতির জন্য অশেষ নেয়ামত। এই পবিত্র রাতে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করে মানবতার মুক্তির দ্বার উন্মুক্ত করেছেন।
তাই মুসলিম উম্মাহর জন্য এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানিত ও ফজিলতপূর্ণ।
তিনি আরও বলেন, আমাদের সংক্ষিপ্ত জীবনে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব ও কল্যাণ অর্জনের এক অনন্য সুযোগ এনে দেয় এই রাত।
এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের যে সুযোগ রয়েছে, তা সবার যথাযথভাবে কাজে লাগানো উচিত।
জাতীয় পার্টির চেয়ারম্যান মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, শবে কদরের অশেষ বরকতে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ নিশ্চিত হোক।
সবাই যেন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রেখে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে – মহান আল্লাহর কাছে তিনি এই প্রার্থনা করেন।