হরিনাকুন্ডুতে সাংবাদিকের ওপর নৃশংস হামলা, জীবন শঙ্কায় সাংবাদিক ইমারুল

আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

জাতীয় দৈনিক ভোরের সময়-এর উপজেলা প্রতিনিধি ও দৈনিক একুশের বাণী-র বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ হারুন অর রশীদ ইমারুলকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

হামলার বিবরণ

বৃহস্পতিবার (২৭ মে ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার দোয়েল চত্বর মোড়ে এই বর্বরোচিত হামলার শিকার হন সাংবাদিক ইমারুল।

ভুক্তভোগী ইমারুল জানান, তিনি বাংলাদেশ প্রেসক্লাব হরিনাকুন্ডু উপজেলা শাখার কয়েকজন সাংবাদিকসহ একটি তথ্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার

(ইউএনও) সঙ্গে ফোনে যোগাযোগ করেন। ইউএনও তাদের কিছুক্ষণ পর অফিসে আসতে বলেন। এরপর সাংবাদিকরা উপজেলা কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে অপেক্ষা করছিলেন।

সেই সময় হঠাৎ কিছু যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা বলতে থাকে, “বড় সাংবাদিক হয়েছো? সাংবাদিকতা শেখাই দিব!” এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সাংবাদিক ইমারুলের মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলে সহকর্মীরা তাকে দ্রুত হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন ইমারুল

আহত সাংবাদিক জানান, হামলাকারীদের সঙ্গে তার পূর্ব কোনো শত্রুতা ছিল না। তবুও এভাবে পরিকল্পিত হামলা চালানো হয়েছে।শুধু তাই নয়, হামলার পরও তিনি বিভিন্নভাবে ফোনে হুমকি-ধামকি পাচ্ছেন,যার ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাংবাদিক মহলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

এই নৃশংস হামলার ঘটনায় ঝিনাইদহ ও হরিনাকুন্ডু উপজেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তারা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা বলেন,

“একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা চালানো মানে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে।”

এদিকে, সাংবাদিক ইমারুলের উপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলার কারণ ও দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *