জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি মিথ্যা ও‘হয়রানিমূলক’ দাবী করে তা প্রত্যাহারের দাবী
জানিয়েছেন জীবননগর উপজেলা ছাত্রদল।
এ দাবীতে বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
জীবননগর উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
জানা যায়,চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের বিপ্লব হোসেন ওয়াজকে(৩০)
গত ১৭ মার্চ ভোর ৪ টার দিকে মারাত্মক আহত অবস্থায় গয়েশপুর বিলকাশারী সড়কে পড়ে থাকতে দেখে লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে ওয়াজ মারা ঢাকা এ ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত ওয়াজের পরিবারের পক্ষ প্রথমে ঘটনাটি সড়ক দূর্ঘটনা দাবী করা হলেও তার মৃত্যুর পর দাবী এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড দাবী করেন। এ ঘটনায় ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার আগেই জেলা ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলামসহ ৩ জনের নাম উল্লেখ করে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে দাবী করা হয়,ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই কোনো নিরপরাধ ব্যক্তিকে
হয়রানি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদল নেতারা।
মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিবমোকছেদুর রহমান রিমন।
তিনি বলেন, “আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক।
তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তাহলে আমরা তার কঠোর শাস্তি দাবি করছি।
তবে নির্দোষ কাউকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেন হয়রানি করা না হয়।
আমরা তরিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবিও জানাচ্ছি।”
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জীবননগর ডিগ্রি
কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইমরান হোসেন ফরহাদ, সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি
শামিম হোসেন, জীবননগর পৌর ছাত্রদল নেতা আলমাস্ আনানসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেন,প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক। তবে নির্দোষ কোন ব্যক্তিকে যেন হয়রানি করা নয় হয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলামের দাবী তিনি রাজনৈতিক দলের প্রতিপক্ষের প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার। ঘটনার সময় আমি ঘটনাস্থলের
আশেপাশে না থাকলেও শুধুমাত্র রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে।
ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত হলে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ইনশআল্লাহ।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,বিপ্লব হোসেন ওরফে ওয়াজ মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মামলাটি তদন্ত চলছে।এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা
যাবে।