জীবননগরে এসএসসি-৯২ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগরে এসএসসি-৯২ ব্যাচের উদ্যোগে এক মিলনমেলা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) সন্ধ্যায় জীবননগর মডেল পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আয়োজন করেন ৯২ ব্যাচের বন্ধু কুতুব উদ্দীন বাবু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জহিরুল ইসলাম, আশরাফুল আলম পল্লব ও আনোয়ার হোসেন।

ইফতার মাহফিলে অংশ নেন মাহফুজ হায়দার, আনিসুর রহমান শিপলু, নাসির উদ্দীন, মাসুদর রহমান, হেদায়েতউল্লাহ মুন, সাংবাদিক আতিয়ার রহমান, আব্দুর রহমান,

হযরত আলী, মো. জসিম উদ্দীন, মো. বদর উদ্দীন, সাফওয়ান ইবনে সাজিদ রনন, ফিরোজ আহম্মেদ খোকন,

মোস্তাফিজুর রহমান রিপন, জাকির হোসেন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আফসার আলী, এসআই আসাদ, এইচ এম শাহরিয়ার শরিফ কাজল, মফিজুল ইসলাম লাভলু,

আব্দুর রাজ্জাক, তরিকুল ইসলাম মুকুল, এনামুল এ হাসান পরাগ, আশাবুল ইসলাম বুলবুল, আল হাসান মো. আবু তালেব, আবু বকর,

আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, নাসিম রেজা, মিজানুর রহমান মিজুন, শিক্ষক  মোমিন উদ্দীন,

তাজ উদ্দীন আহম্মেদ, জিল্লুর রহমান, হাফেজ মিজানুর রহমান, ডাবলু, মুকুল হোসেন, স্বপন, মো. সহিদ, মো. জহুরুল ইসলাম,জাকির, মো. আমিনুল ইসলাম তারেক,

নুর মোহাম্মদ, নিয়ামুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, মো. আব্দুস সাত্তার, প্রভাষক আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বন্ধুরা তাদের স্কুলজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন,বন্ধু হাফেজ মাওলানা মিজানুর রহমান। 

৯২ ব্যাচের বন্ধুদের এই মিলনমেলা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত সবাই।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *