জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামে বিরোধপুর্ণ জমি মাপজোঁক কালে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সংঘটিত হয়েছে।
জানা গেছে,বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে, আসাদুজ্জামান (৫৪) এর বাড়িতে শাহজান আলী, মাসিকুর রহমান সেন্টু,
মামুনুর রশিদ মিন্টু, আতিয়ার রহমানসহ আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলার শিকার আসাদুজ্জামান জানান, বিবাদীরা তার স্ত্রী গোলাপী খাতুনকে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে গেলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে
তার ডান চোখের নিচে লাগে।
এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া, ছোট ভাইয়ের
স্ত্রী ববিতা খাতুন, বড় ভাই শহিদুর রহমান, ছোট ভাই সাজ্জাদ হোসেন এবং ছোট ছেলে কামরুজ্জামানকেও মারধর করা হয়।
এ সময় আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত কমিশন অ্যাডভোকেট রোকনুজ্জামানকেও প্রতিপক্ষ শারীরিক ভাবে লাঞ্ছিত করে।
আসাদুজ্জামান আরো বলেন,আদালতে বিরোধপুর্ণ জমি মাপজোঁকের জন্য আদালত কৃর্তৃক কমিশন নিয়োগের পর উভয়পক্ষের উপস্থিতিতে
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জমি মাপজোঁক কালে প্রতিপক্ষরা আকস্মিক ভাবে আমাদের ওপর হামলা চালিয়ে আমাদেরকে আহত করেন।
এ সময় নিয়োগকৃত কমিশন এ্যাডভোকেট রোকনুজ্জামান তাদেরকে বাঁধা দিলে তারা কমিশন রোকনুজ্জামানকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।
এ সময় তাদের চিৎকার শুনে সিরাজুল হক বিশ্বাস, মুকুল সরদার ও রোকনুজ্জামানসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের জীবননগর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ গ্রহণ
করা হয়েছে, এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে।