জীবননগর মনোহরপুর আবাসন প্রকল্পে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ: দম্পতির ওপর প্রতিবেশীদের হামলা

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার  জীবননগর  উপজেলার  মনোহরপুর আবাসন প্রকল্প এলাকায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের ধরে এক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে।

এতে গুরুতর আহত হয়েছেন উজ্জল হোসেন (৩৮) ও তার স্ত্রী মোমেনা খাতুন (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সকাল  ১০টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী সুজন হোসেন (৩৫) ও তার স্ত্রী মুক্তি খাতুন (২৭)ভুক্তভোগী
উজ্জল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।

একপর্যায়ে মোমেনা খাতুন তার স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও লাঠি ও কাঠের চলা দিয়ে মারধর করা করে। এতে তিনি গুরুতর আহত হন এবং নাক ফেটে রক্তাক্ত হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

প্রতিবেশী আশানুর খাতুন, আল্পনা খাতুন ও আখিতারা জানান, দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে মতবিরোধ চলছিল। তবে এই বিরোধ এমন সহিংস রূপ নেবে, তা তারা কল্পনাও করেননি।

আহত মোমেনা খাতুন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি, কিন্তু প্রতিনিয়ত হুমকির মুখে আছি। হামলার পরও তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে
যাচ্ছে। আমরা ন্যায়বিচার চাই।” মোমেনা খাতুন বলেন এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ বলেন,ঘটনার ব্যাপারে আমার কোন কিছু জানা নেই। কোনপক্ষও আমাকে কোন কিছু বলেনি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *