ঝিনাইদহে দেড়শো পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘দুর্বার তারুণ্যের বংকিরা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দেড়শো পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

ফজের বিশ্বাস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ মহতী উদ্যোগে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াস চালানো হয়।

শনিবার সকালে সদর উপজেলার বংকিরা গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ ইকবাল কাজল

এছাড়াও উপস্থিত ছিলেন দুর্বার তারুণ্যের বংকিরা’র উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, রাজিব হায়দার সবুজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা

উপহার হিসেবে প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ তাদের সাথে ভাগ করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিকউদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সমাজের বিভিন্ন স্তর থেকে এ উদ্যোগের প্রশংসা করা হয়, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *