ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির কাছে গলায় ছুরি ধরে ছিনতাই, একজন গ্রেফতার

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামে পুলিশের ফাঁড়ি থেকে মাত্র পাঁচ’শ গজ দূরে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হাওনঘাটা মাঠ এলাকায় চারজন দুর্বৃত্ত আজমুল হোসেন নামে এক পথচারীর পথরোধ করে তার কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

একজন আটক, বাকিরা পলাতক

এ ঘটনায় গ্রামবাসীদের সহায়তায় লিটন সরদার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

লিটন সরদার চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের বজলুর রহমান সরদারের ছেলে।

আটক লিটন পুলিশের কাছে স্বীকার করেছে যে, একই গ্রামের হিরেণ সরদারের ছেলে সজিব সরদার এবং ফনে সরদারের ছেলে সজিব সরদারসহ আরও একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি এই ছিনতাইয়ে জড়িত ছিল এবং তারা পালিয়ে গেছে।

ঘটনার বিবরণ

চুয়াডাঙ্গার বদরগঞ্জ আক্কাস লেক ভিউ পার্কে কাজ শেষ করে আজমুল হোসেন শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে বংকিরা গ্রামে পৌঁছালে চারজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং গলায় ছুরি ধরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

ঘটনাটি প্রত্যক্ষ করেন বংকিরা গ্রামের কৃষক ডালিম মন্ডল। তিনি মাঠ থেকে বাড়ি ফেরার সময় লিটন সরদারের ব্যাগে ছুরি দেখতে পান এবং তৎক্ষণাৎ বংকিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এএসআই আলমগীরকে খবর দেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিটন সরদারকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

পুলিশের বক্তব্য

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছিনতাইয়ের পরপরই পুলিশের তৎপরতায় একজনকে আটক করা সম্ভব হয়েছে।

বাকিদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।”

একই স্থানে পুরনো অপরাধের ছায়া

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ আগস্ট একই স্থানে ডাকাতির ঘটনা ঘটে, যেখানে ঈদের রাতে সেনা সদস্য সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছিল।

২০২১ সালের ১৫ ডিসেম্বর খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত ওই মামলায় সাতজন আসামিকে মৃত্যুদণ্ড দেন। সাত বছর পর ঠিক একই স্থানে পুনরায় ছিনতাইয়ের ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিরাপত্তা জোরদারের দাবি

স্থানীয় বাসিন্দারা পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যায়।

আইনশৃঙ্খলা বাহিনী এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *