গঞ্জেরখবর ডেস্ক:
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সংস্থাটি পূর্বাভাস দিয়েছিল, শনিবার (২৯ মার্চ) আরব বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। সেই অনুযায়ী, সৌদি আরবসহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।
আজ শনিবার আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে জানায়, বাংলাদেশেও সোমবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ : সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্যাস্ত হয়েছে। আজ ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।’
এদিকে, বাংলাদেশে ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর। আগামীকাল রোববার (৩০ মার্চ) এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া অনুকূল থাকলে রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চাঁদ দেখা যায়, তবে বাংলাদেশেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে, যা সৌদি আরবের ঈদের তারিখের সঙ্গে মিলবে।
চাঁদ দেখা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকতে বলেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই ঈদের চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হবে।