ঈদ মানে আনন্দ ও সম্প্রীতি—ঈদুল ফিতরে উন্মোচন টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান-এর শুভেচ্ছা বাণী

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:_

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উন্মোচন টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর, যা মুসলমানদের জন্য আনন্দ ও ভ্রাতৃত্ববোধের এক বিশেষ বার্তা নিয়ে আসে।

ঈদের প্রকৃত সৌন্দর্য তখনই পরিপূর্ণ হয়, যখন সমাজের সকল স্তরের মানুষ এই আনন্দ ভাগাভাগি করে নেয়।

তিনি বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। আমরা যেন এই শিক্ষাকে সারা বছরের জন্য ধারণ করতে পারি।

ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আমাদের জন্য এক বিশাল মানবিকতার শিক্ষাও বয়ে আনে।

এই দিনে আমরা যেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেই।

ধনী-গরিব, উঁচু-নিচু, শহর-গ্রাম নির্বিশেষে সবাই যেন ঈদের খুশিতে শরিক হতে পারে, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

উন্মোচন টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, “ঈদুল ফিতর একদিকে যেমন আনন্দের দিন, তেমনি এটি ন্যায়, সাম্য ও ভ্রাতৃত্বেরও প্রতীক।

এই দিনে আমরা যদি আমাদের চারপাশের অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে আমাদের ঈদের আনন্দ পূর্ণতা পাবে।

ইসলামের মূল দর্শন হলো মানবতার কল্যাণ, আর সেই শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগানোই হবে আমাদের প্রকৃত ঈদ উদযাপন।”

তিনি আরও বলেন, “যারা সামর্থ্যবান, তারা যেন তাদের আশপাশের দুস্থ মানুষদের সাহায্য করে, যাতে ঈদের দিনে কেউ অভুক্ত না থাকে, কেউ কষ্টে না থাকে।

সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে হলে আমাদের প্রত্যেককে মানবতার সেবায় ব্রতী হতে হবে। তবেই আমরা একটি সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তুলতে পারব।”

গণমাধ্যমের দায়িত্বের কথা উল্লেখ করে আব্দুল্লাহ আল নোমান বলেন, “গণমাধ্যম শুধু খবর প্রচার করে না, এটি সমাজের দিকনির্দেশক হিসেবেও কাজ করে।

উন্মোচন টেলিভিশন সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্মল বিনোদন প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, গণমাধ্যমের কাজ হলো সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা।

আগামীতেও আমরা এই দায়িত্ব ও অঙ্গীকার নিয়ে এগিয়ে যাব।”

তিনি বলেন, “উন্মোচন টেলিভিশন সবসময় দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাব, যাতে সমাজের সব শ্রেণির মানুষ সঠিক তথ্য ও বিশ্লেষণ পেতে পারে।

আমরা আশা করি, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে উন্মোচন টেলিভিশন আরও এগিয়ে যাবে।”

পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি বলেন, “আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ জীবন দান করেন।

তিনি যেন আমাদের দেশ ও জাতিকে কল্যাণের পথে পরিচালিত করেন। আমরা যেন ঈদের প্রকৃত শিক্ষা নিজের জীবনে ধারণ করতে পারি এবং মানবতার সেবায় কাজ করতে পারি। ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *