বিশেষ প্রতিবেদক, আবু সাইদ শওকত আলী:-
যশোরের চুড়ামনকাটিতে দুঃসাহসিক ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, যশোর সদরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বসির উদ্দিনের ছেলে সুমন হোসেন শুভ শনিবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে আমবটতলা বাজারগামী এক যাত্রীকে ইজিবাইকে তুলে নেন।
পথিমধ্যে আব্দুলপুর বাজারের কাছে পৌঁছালে যাত্রী ইজিবাইক থামাতে বলেন। চালক গাড়ি থামানো মাত্রই ওঁত পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী এসে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে এবং ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
পুলিশের পদক্ষেপ
খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, ইজিবাইক উদ্ধারে অভিযান চালানো হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, “ইজিবাইকটি উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
ভুক্তভোগীর বক্তব্য
ইজিবাইক চালক সুমন হোসেন শুভ জানান,
“যাত্রীবেশী ছিনতাইকারী নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তার সহযোগীদের সহায়তায় আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।”
পরবর্তী ব্যবস্থা
পুলিশ ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ছিনতাইকারী চক্রের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে স্থানীয় প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছে।