জীবননগর অফিস:-
পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতেও মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগকে উপজেলাবাসী সাধুবাদ জানিয়েছেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনায় উথলী (সাবেক), বাঁকা (সাবেক), আন্দুলবাড়ীয়া ও সীমান্ত ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে সেবা কার্যক্রম চালু ছিল।
৭ দিনব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম:-
জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, সাতদিন দিনব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে-
গর্ভকালীন সেবা: ২৯ জন গর্ভবতী মা সরাসরি স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা গ্রহণ করেছেন।
দূরবর্তী পরামর্শ: সংরক্ষিত তালিকা থেকে ৩৮ জন গর্ভবতী মাকে মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসব পরবর্তী সেবা: ১৭ জন মা প্রসব পরবর্তী বিশেষ সেবা পেয়েছেন।
মা সমাবেশ: ৩টি মা সমাবেশ আয়োজন করে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।
শিশু স্বাস্থ্যসেবা: ২৪ জন শিশুকে সাধারণ স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
পরিবার পরিকল্পনা সেবা: বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে।
পরিবার-পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ হালিম উদ্দিন বলেন,ঈদের ছুটির মধ্যেও আমরা সরকারী নির্দেশনা মোতাবেক উপজেলায় মা ও শিশু স্বাস্থ্যসেবাঅব্যাহত রেখেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রাকিবুল ইসলাম জানান, ঈদের ছুটিতেও বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকায় মা ও শিশুর স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে।
এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।