ঈদগাহের জমি নিয়ে বিরোধ: জীবননগর থানায় গ্রামবাসীর বিক্ষোভ, পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ায় ঈদগাহ মাঠের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

শনিবার বিকেলে আদালতের নির্দেশে দুইজনকে গ্রেফতারের পর ক্ষুব্ধ গ্রামবাসী ও বিএনপি সমর্থকরা জীবননগর থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে রাতেই পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহ মাঠে সম্প্রতি মাপজোক শেষে প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয় ঈদগাহ কমিটি।

এ সময় প্রতিপক্ষের লোকজন নির্মাণকাজে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাবেক ইউপি সদস্য জাফিরুল ইসলাম, বর্তমান সদস্য তুহিন এবং স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলামসহ কয়েকজন আহত হন।

ঘটনার পর জাফিরুল ইসলাম তিনজনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। অন্যদিকে, প্রতিপক্ষ শাহজান আলীও আদালতে পৃথক মামলা দায়ের করলে আদালতের নির্দেশে পুলিশ তা রেকর্ড করে।

এরপর শনিবার বিকেলে অভিযুক্ত স্বপন হোসেন ও নাসির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

খবর ছড়িয়ে পড়লে মনোহরপুরসহ আশেপাশের গ্রামের শতাধিক নারী-পুরুষ ও বিএনপি নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

তারা দাবি করেন, স্বপন ও নাসির নিরপরাধ, এবং তাদের গ্রেফতার অন্যায়।

পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে ঈদগাহ কমিটির মামলায় অভিযুক্ত প্রতিপক্ষ নজরুল ইসলাম ডাকু ও রকিবুল ইসলামকে রাত ১০টার দিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এরপর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দিনের মধ্যস্থতায় রাত ১১টার দিকে বিক্ষুব্ধ গ্রামবাসী থানা ত্যাগ করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান বলেন, “উভয় পক্ষের দায়ের করা মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।”

মামলার বাদী  জাফিরুল ইসলাম  অভিযোগ করেন, “প্রতিপক্ষের লোকজন ঈদগাহের প্রাচীর নির্মাণে বাধা দিয়েছে এবং আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।

পরে তারা পাল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চার আসামিকে রোববার (৬ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *