জীবননগরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আহত ৩

জীবননগর অফিস,০৫ এপ্রিল ২০২৫:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায়  দুই কিশোর  নিহত এবং  তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এই দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রত্যয় হোসেন (১৭) এবং নাহিদ হাসান (১৬)। আহতদের মধ্যে আছেন রাকিব হোসেন (১৫), পাখিভ্যান চালক খোকন হোসেন (৪৫) এবং যাত্রী সুমি খাতুন (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বাঁকা আলীপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে প্রত্যয় হোসেন শুক্রবার বিকালে একটি পালসার মোটরসাইকেল

চালিয়ে বাঁকা-জীবননগর বিজিবি ক্যাম্প সড়কে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নিমগাছে ধাক্কা খায়।

এতে মাথা ও মুখে মারাত্মক আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করলে পরে অবস্থার অবনতি হওয়ায় যশোর সদর হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় রায়পুর গ্রামের লিটন হোসেনের ছেলে নাহিদ হাসান ও তার বন্ধু রাকিব হোসেন একটি পালসার মোটরসাইকেলে করে

জীবননগর-দত্তনগর সড়কে দ্রুত গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত হন ভ্যানচালক খোকন হোসেন ও যাত্রী সুমি খাতুনও। তাদের সবাইকে জীবননগর উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

নাহিদ হাসানও পথেই মৃত্যুবরণ করেন।

নাহিদের পরিবারের বরাতে জানা যায়, ঈদের আগে সে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করার হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত তার শখের বাইকই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় পৃথকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *