বাংলাদেশকে দেখবে বিশ্ব এক নতুন দৃষ্টিতে: ঢাকায় আসছেন ৫০ দেশের ২৩০০ বিনিয়োগকারী

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

আসন্ন ৯ ও ১০ এপ্রিল ঢাকা পরিণত হতে যাচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের মিলনমেলায়।

নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসের উদ্যোগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক বিশেষ সম্মেলনে অংশ নিতে ৫০টি দেশের ২৩০০ জন আন্তর্জাতিক বিনিয়োগকারী বাংলাদেশে আসছেন।

এই আয়োজন শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

আয়োজকরা বলছেন,এমন ব্যাপক পরিসরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলন এই অঞ্চলে এর আগে আর কখনো হয়নি।

বিশ্বের প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্কের প্রতিষ্ঠিত ‘স্টারলিঙ্ক’ এই সম্মেলনের সরাসরি সম্প্রচার করবে,

যা বিশ্বের নজর আরও বেশি করে বাংলাদেশের দিকে টেনে আনবে।

ইতোমধ্যেই আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বেশ কয়েকটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর শিল্পে অগ্রগতি এবং পঞ্চম শিল্পবিপ্লব (5IR) ভিত্তিক দক্ষতাবিকাশের নতুন দরজা খুলে যাবে।

এজন্য এখনই সময় ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর—ডিজিটাল ট্রান্সফরমেশন, উদ্ভাবন এবং ভবিষ্যতমুখী স্কিল অর্জনের দিকে নজর দেওয়ার।

এদিকে, বাংলাদেশ অচিরেই আসিয়ান (ASEAN) জোটের সদস্য হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। সব মিলিয়ে, এই আয়োজন বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন পরিচয়ে তুলে ধরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই বৈপ্লবিক উদ্যোগের নেপথ্যে থাকা প্রফেসর ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকে।

তারা বলছেন, “আমরা যেন এক নতুন বাংলাদেশকে আবিষ্কার করতে চলেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *