আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গ্রামটির মাঝামাঝি অংশে রেললাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় স্থানীয় বাসিন্দারা রেললাইনের ওপর একটি ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে।
পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে, সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্য ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, মরদেহটি ট্রেনের চাকায় কাটা পড়ে মারাত্মকভাবে বিকৃত হয়েছে।
নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই ছিল এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তা উদ্ধার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।