আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছেন, যারা দলটিকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শনিবার সকালে ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, “বর্তমান উপদেষ্টা পরিষদের অন্তত দুইজন সদস্য আওয়ামী লীগের ডামি প্রার্থীদের বিভিন্নভাবে পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত।”
তিনি আরও বলেন, “নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণকারীরা ঢাকায় বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও, তৃণমূলে গিয়ে আবার তাদেরই পুনর্বাসন করছেন।”
তিনি উপদেষ্টা পরিষদের এই কাঠামোকে দেশের সংস্কারের পথে অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করে বলেন,
“দেশে সুষ্ঠু রাজনৈতিক সংস্কার চাইলে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন,
সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।