হরিণাকুণ্ডুতে শহীদ রাকিবুলের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা তারেক রেজা

গঞ্জেরখবর ডেস্ক:-

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইঞ্জিনিয়ার রাকিবুল হোসেনের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

শুক্রবার (তারিখ উল্লেখ করুন) সকালে তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে অবস্থিত শহীদ রাকিবুলের কবর জিয়ারত করেন।

এ সময় তার নেতৃত্বে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।

কবর জিয়ারতের পর শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রেজা। তিনি রাকিবুলের মা-বাবা এবং স্বজনদের খোঁজখবর নেন, ঈদের শুভেচ্ছা জানান এবং সহানুভূতি প্রকাশ করেন। তিনি শহীদ রাকিবুলের মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত তানাইম, হরিণাকুণ্ডু উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রনেতা তৌফিক আলম, ধ্রুবসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

তারেক রেজা বলেন, “শহীদদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। তারা দেশের জন্য জীবন দিয়েছেন। বর্তমান সরকার শহীদ পরিবারের পাশে রয়েছে এবং থাকবে। একইসঙ্গে রাকিবুলসহ কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সকল শহীদের ত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা ও দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *