জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী নতুন মসজিদপাড়ায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতা-মাতা ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতন,
ভাংচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত উজ্জল হোসেন(৩২) উপজেলা মাধবখালী গ্রামের কাতব আলীর ছেলে। ঘটনাটি সোমবার দুপর একটার দিকে সংঘটিত হয়েছে।
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের কাতব আলী (৬৫) লিখিত অভিযোগে জানান,তার ছেলে উজ্জল হোসেন
একজন মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে তার স্ত্রী ও সন্তানকে নিয়মিত নির্যাতন করে আসছে।
পরিবারের সদস্যরা এসব বিষয়ে কিছু বললেই উজ্জল উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করে, অকথ্য ভাষায়।গালিগালাজ করে এবং মাঝেমধ্যে মারধরও করে।
সম্প্রতি স্ত্রীর ওপর চলমান নির্যাতনের কারণে উজ্জলের স্ত্রী সুন্দরী খাতুন বাবার বাড়ি, দর্শনার পারকৃষ্ণপুর গ্রামে চলে যান।
এতে ক্ষিপ্ত হয়ে উজ্জল সোমবার দুপুর ১টার দিকে তার মা ফিরোজা খাতুনকে আম গাছের শুকনো ডাল দিয়ে পিটিয়ে জখম করে বলে অভিযোগ করেন কাতব আলী।
এছাড়াও, উজ্জল বাড়িঘরে ভাংচুর চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কাতব আলীকেও মারধরের চেষ্টা করে ও খুন-জখমের হুমকি দেয়।
এতে ভীত হয়ে তিনি বাড়ির ভেতরে ঢুকতে সাহস পাননি বলে জানান।
বর্তমানে কাতব আলী ও তার স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাদের আশঙ্কা, সময়মতো প্রতিহত না করতে পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এমনকি প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
স্থানীয় প্রতিবেশীরা ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তারা বিষয়টি সম্পর্কে অবগত বলেও জানান কাতব আলী।
পারিবারিকভাবে আলোচনার পর বিষয়টি লিখিত অভিযোগ আকারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিগোচরে আনতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক মেম্বার মিনারুল ইসলাম বলেন,ঘটনাটি আমি শুনেছি।
আমার নিকট কিতাব আলী এসেছিল। পরিস্থিতি অনুকুলে না থাকার কারণে আমরা
তাকে থানা পুলিশের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ইতিমধ্যেই পুলিশি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।