নিজস্ব প্রতিবেদক | ঝিনাইদহ | ৭ এপ্রিল ২০২৫, সোমবার
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
দিবসটি উপলক্ষে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবিকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক
ডাঃ মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সাথী সাহা এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে
সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব ও শিশুর সুস্থতা নিশ্চিত করা হলে ভবিষ্যৎ প্রজন্ম হবে সুস্থ, সচেতন এবং দক্ষ।
বক্তারা সরকারের স্বাস্থ্যখাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তা বাস্তবায়নে জনসচেতনতা ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।