নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর:
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর চলমান সহিংসতা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে সর্বসাধারণের অংশগ্রহণে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় কোটচাঁদপুর পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ডের বক চত্বরে শতাধিক মানুষ একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন।
মিছিলের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা প্রদর্শন করে তাতে জুতো নিক্ষেপ এবং আগুন ধরিয়ে প্রতীকী প্রতিবাদ জানান মিছিলকারীরা। এসময় তারা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী ফেস্টুন বহন করছিলেন।
মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় কলেজ স্ট্যান্ডে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ—বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের ওপর যে গণহত্যা চলছে, তা কোনোভাবেই মানবিক নয়। তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ কামনা করেন।
মিছিলে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, দলমত নির্বিশেষে সবাই মানবতার পক্ষে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকতে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।
ফুটনোট:
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রতিনিয়ত বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।