গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান হামলা ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জীবননগর উপজেলা শহরের বিভিন্ন সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,

প্রিয় জীবননগরবাসীসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় এবং আন্তর্জাতিক মহলের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, “গাজায় চলমান হত্যাযজ্ঞ মানবতাবিরোধী অপরাধ।

এই নৃশংসতার বিরুদ্ধে সারা বিশ্বের মানুষকে সোচ্চার হতে হবে।” এসময় তারা ‘ফ্রি ফিলিস্তিন’, ‘বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাজী সাজেদুর রহমান,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্যসচিব রিয়াজুর রহমান রিদয়সহ বিভিন্ন মসজিদের মুসল্লি ও স্থানীয় জনসাধারণ।এর আগে সকালেও প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই কর্মসূচিতে অংশ নেন স্কুলের পরিচালক রানা, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকরা।

প্রতিবাদকারীরা গাজায় সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *