প্রতিবেদক: মোঃ আবু সাইদ শওকত আলী
ঝিনাইদহ প্রতিনিধি | প্রকাশিত: [তারিখ]
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মাশরুম চাষে সফল প্রতিবন্ধী যুবক তরিকুল ইসলামের (২২) উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
হামলায় গুরুতর আহত হয়েছেন তার পরিবারের আরও পাঁচ সদস্য। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের টাকিয়ারপোতা গ্রামে। সরেজমিনে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী তরিকুল সরকারি সহযোগিতায় পরিচালিত একটি মাশরুম
প্রকল্পের মাধ্যমে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই সাফল্য ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী শিপন ও তার সঙ্গীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
জমি দখল ও হামলার বিবরণ
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন দুপুরে শিপন, মোস্তফা, বারী, আরিফুল, সুজন, রিপনসহ আরও বেশ কয়েকজন তরিকুলের বাড়ির পাশে একটি জমি দখলের চেষ্টা করে।
তরিকুল ও তার ভাইরা বাধা দিলে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে বাড়ির উপর হামলা চালায়। এতে আহত হন তরিকুলসহ বড় ভাই শরিফুল (৪৫), মেজ ভাই আব্দুস সুবহান (৪২), ভাতিজা তাজমির (২০), রাজন (২১), প্রান্ত (১৪) এবং ভাবি মনিরা (৪২)।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা দাবি করেন, হামলাকারীরা তাদের মাশরুম ফার্মসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মামলায় প্রতিবন্ধকতা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ
অভিযোগ রয়েছে, হামলার পর মূল ভিকটিমরা মামলা করতে গেলে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নিতে অস্বীকৃতি জানান।
পরে শিপন পক্ষীয় ব্যক্তিরা আগে থেকেই আহত হওয়ার ভান করে হাসপাতালে ভর্তি হয়ে উল্টো তরিকুলসহ কয়েকজনের নামে থানায় মামলা করেন।
আহত তরিকুল বলেন, “আমি শারীরিকভাবে প্রতিবন্ধী, সেই সুযোগে শিপন দীর্ঘদিন ধরে আমার উপর চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছে।
আমার সাফল্য তার সহ্য হচ্ছিল না।” তিনি জানান, বর্তমানে তাকে মামলা না করার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
পুলিশের বক্তব্য
হরিণাকুন্ডু থানার ওসি এ. রউফ খান বলেন, “ঘটনার দিন দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে একপক্ষ মামলা করেছে। যাদের নামে মামলা হয়েছে, তারা যেন থানায় না এসে অন্য কাউকে দিয়ে মামলা করে – এ পরামর্শ দেওয়া হয়েছিল।”
এলাকাবাসীর দাবি
এলাকাবাসীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
তারা বলেন, একজন প্রতিবন্ধী যুবকের সাফল্যকে কেন্দ্র করে এ ধরনের সন্ত্রাসী হামলা বরদাশতযোগ্য নয়।