গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে মুসলিম জনতা

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে শিশু ও নারীসহ অসংখ্য সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ।

উপজেলা, ইউনিয়ন ও গ্রামপর্যায়ে প্রতিদিনই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

সম্প্রতি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় যোহরের নামাজ শেষে জনতার মোড়ে স্থানীয় মুসল্লীদের আয়োজনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা গাজার ওপর চালানো হামলার তীব্র প্রতিবাদ জানান এবং হামলা অবিলম্বে বন্ধের দাবি তোলেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরীহ জনগণের ওপর এমন নৃশংসতা মানবতার বিরুদ্ধে অপরাধস্বরূপ।

বিক্ষোভকারীরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান, তারা যেন ভেদাভেদ ভুলে একটি অভিন্ন অবস্থান গ্রহণ করে গাজায় শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

তারা বলেন, মুসলিম উম্মাহর ঐক্য ও সহমর্মিতা আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

একই সঙ্গে বক্তারা গাজা পরিস্থিতি ঘিরে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও আশাবাদ ব্যক্ত করেন,

মুসলমানদের ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবতা রক্ষায় তারা ঐক্যবদ্ধ হবেন।তবে সকল বিক্ষোভ ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে

পরিচালিত হয় এবং অংশগ্রহণকারীরা পরে শান্তিপূর্ণভাবে যার যার গন্তব্যে ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *