বাসচাপায় আহত ছাত্রী উর্মির মৃত্যু, চুড়ামনকাটি বাজারে রূপসা-গড়াই পরিবহন অবরোধ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে বাসচাপায় আহত হওয়া নবম শ্রেণির ছাত্রী উর্মি (১৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা পরিবহনের একটি দ্রুতগামী বাস রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উর্মির মৃত্যুর খবরে চুড়ামনকাটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা যশোর-নড়াইল রুটে চলাচলকারী রূপসা ও গড়াই পরিবহনের সব বাস চলাচল বন্ধ করে দেয়। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু বিচার ও ঘাতক চালকের গ্রেপ্তারের দাবি জানান।

নিহত উর্মি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর দক্ষিণপাড়ার বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে। সে ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ, সাজিয়ালী ফাঁড়ি পুলিশ এবং হাইওয়ে পুলিশ

দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাসটি জব্দ করে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, “ঘটনার খবর পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করি।

তবে চালক পালিয়ে গেছে। আমরা তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছি।”

এদিকে, বিক্ষোভরত এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানিয়েছেন,

ঘাতক চালকের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা রূপসা ও গড়াই পরিবহনের বাস চলাচল বন্ধ রাখবেন।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *