রিমন হোসেন, মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে দুই কৃষকের স্বপ্নের ফলবাগানে নেমে এসেছে দুর্বৃত্তদের নৃশংসতা।
উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামে সোমবার দিবাগত রাতে প্রায় তিন হাজার ড্রাগন গাছ ও সাতশ’ পেয়ারা গাছ কেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এতে দুই কৃষক রকি আহমেদ ও রিঙ্কু মিয়া চরম ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে বামনগাছি গ্রামের মাঠে। মঙ্গলবার সকালে কৃষকেরা মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা জানান, কৃষক রকি আহমেদ দুই বিঘা জমিতে ড্রাগন ফলের বাগান গড়েছিলেন। কিছুদিন আগেই তিনি বাগান থেকে কিছু ফল বিক্রি করেন।
কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা তার বাগানের সব গাছ গোঁড়া থেকে কেটে ফেলে দেয়।
একইভাবে, কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমিতে লাগানো সাত শতাধিক পেয়ারা গাছও কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতবাক ও দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষক রকি আহমেদ বলেন, “কে বা কারা এমন কাজ করলো, জানি না। ফসলের সঙ্গে এমন শত্রুতা মানা যায় না। আমি আইনের আশ্রয় নেব।”
অন্যদিকে, কৃষক রিঙ্কু মিয়া বলেন, “পূর্ব শত্রুতার জেরেই কেউ এ কাজ করে থাকতে পারে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
ঘটনার বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “এধরনের ঘটনার বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি।
তবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তি নয়, পুরো কৃষি সম্প্রদায়ের জন্যই এক গভীর দুঃখজনক বার্তা বহন করে।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন তারা।