জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর স্কুলপাড়ায় এক বাকপ্রতিবন্ধী নারী ও তার দুই শিশু সন্তানকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার
স্বামীর আপন চাচার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী মোস্তাফিজুর
রহমান (৩৫) জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান বলেন,আমার চাচা এনামুল হক (৪২)একই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তিনি আমার বাকপ্রতিবন্ধী স্ত্রী ফেরদৌসী খাতুন
ও তার শিশু কন্যা চাঁদনী খাতুন (৯) এবং পুত্র মনির হোসেনকে(৭) বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
সর্বশেষ শুক্রবার দুপুর আড়াইটার দিকে একটি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এনামুল হক তাদের বাড়িতে ঢুকে ফেরদৌসী খাতুন ও তার দুই সন্তানকে মারধর করেন।
এতে তিনজনই আহত হন। চিৎকার শুনে প্রতিবেশী আরজু খাতুন, মেজো বুড়ি ও রুমা খাতুনসহ অন্যান্য স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন।পরে আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান, তাঁর স্ত্রী বাকপ্রতিবন্ধী হওয়ায় এতদিন চাচার অত্যাচার সহ্য করে আসছিলেন এবং পারিবারিক সম্মানের কথা
চিন্তা করে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি।
কিন্তু শুক্রবারে হামলার ঘটনায় তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল আলিম আব্দুল বলেন,ঘটনার ব্যাপারে আমি কোন কিছুই জানি না এবং আমাকে কোন কিছু বলাও
হয়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।