জীবননগর-দর্শনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবননগর অফিস:

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও দর্শনা এলাকায় পুলিশি অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের সফল অভিযান দুটি স্থানীয় প্রশাসনের মাদক বিরোধী তৎপরতার বাস্তব প্রতিফলন ঘটেছে।

পৃথক এ অভিযান বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সংঘটিত হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯

টার দিকে শাহাপুর পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলবাড়ীয়া
দরগাপাড়ার চৌরাস্তার মোড়ে অভিযান পরিচালনা কালে তপু মিয়া(৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেন। পুলিশ তার দেহ তল্লাসী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

গ্রেফতারকৃত তপু মিয়া আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসারবাড়ীয়া স্টেশনপাড়ার মৃত হায়দার আলীর ছেলে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা
হয়েছে।

এদিকে একই দিন দর্শনা থানা পুলিশ পৃথক আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশ ৫২ পিস ইয়াবাসহ জসিম মিয়া (৪০) নামে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে।

থানার রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ২০টির অধিক মামলা রয়েছে। এ ঘটনায় দর্শানা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাধারণ মানুষের সহায়তায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *