জীবননগর দৌলতগঞ্জে সুইপার কলোনী স্থাপন প্রস্তাবনার বিরুদ্ধে এলাকাবাসীর মৌন মিছিল ও মানববন্ধন

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের  চার নম্বর ওয়ার্ডের দৌলতগঞ্জ এলাকায় প্রস্তাবিত সুইপার

কলোনী স্থাপন সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী মৌন
মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দৌলতগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ ও ঐতিহ্যবাহী আবাসিক এলাকা। এই
এলাকায় সুইপার কলোনী স্থাপন করলে জনদুর্ভোগের পাশাপাশি সামাজিক ওপরিবেশগত সমস্যা তৈরি হতে পারে।

জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান কবির বলেন, “পৌরসভার আওতায় বহু সরকারি খাসজমি রয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে ঘনবসতিপূর্ণ এলাকায় সুইপার কলোনী স্থাপনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও
অগ্রহণযোগ্য।

আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।”

তিনি আরও জানান, আগামী রোববার এলাকাবাসীর গণস্বাক্ষর সংবলিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের বরাবর জমা দেয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার দৌলতগঞ্জ পাড়ার নারী-পুরুষ একত্রিত হয়ে প্রস্তাবিত স্থাপনা বাতিলের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এলাকাবাসীর দাবি, সুইপার কলোনীর জন্য  বিকল্প হিসাবে সরকারী কোন খাস দেখা হোক এবং সেখানে সুইপারদের বসবাসের জন্য স্থাপনা নির্মান করা হোক। যাতে সাধারণ জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত না হয়।

মানববন্ধন কর্মসুচিতে মুন্সী আব্দুস সবুর খোকন,আলমগীর হোসেন,বিল্লাল হোসেনসহ উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 তবে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *