আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো জঘন্য অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
সম্প্রতি পিতা কর্তৃক নিজ সন্তানকে ধর্ষণের মতো হৃদয়বিদারক ঘটনা প্রকাশ পেয়ে দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মূলচর এলাকায় এক প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে তার পিতা মুনসুরকে গ্রেপ্তার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
টঙ্গীবাড়ি থানা সূত্রে জানা যায়, ঘটনা সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা এ ধরনের ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দেশজুড়ে এমন ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক, সমাজ এবং প্রশাসনের সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।