সিরাজদিখানে জিডি করতে ঘুষ হিসেবে চাওয়া হতো সিগারেট, অভিযুক্ত এএসআই ক্লোজড

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে ঘুষের ব্যতিক্রমী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক ভুক্তভোগী।

টাকা না চেয়ে জিডির বিনিময়ে সিগারেট দাবি করতেন থানার এএসআই মাহফুজুর রহমান।

এ ঘটনায় জেলা পুলিশ কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করেছে।

ভুক্তভোগী মো. সালমান কবীর জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি পাসপোর্ট হারানোর বিষয়ে জিডি করতে সিরাজদিখান থানায় যান।

প্রথমে কর্তব্যরত কর্মকর্তা এএসআই মাহফুজুর রহমান জিডি নিতে অনীহা প্রকাশ করেন এবং জানান, পাসপোর্ট যদি ঢাকার পল্টন এলাকায় হারিয়ে থাকে, তাহলে জিডি সেখানে করতে হবে।

কিন্তু অনেক অনুরোধের পর তিনি ঘুষ হিসেবে তিন প্যাকেট বেনসন সিগারেট অথবা তার সমপরিমাণ টাকা দাবি করেন।

বাধ্য হয়ে সালমান থানার পুকুরপাড়ের একটি দোকান থেকে ১,২০০ টাকা দিয়ে আসেন বলে অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দাও এ ধরণের ঘুষ দাবির বিষয়ে BBC News 24-কে নিশ্চিত করেন।

তিনি জানান, এএসআই মাহফুজ প্রায়শই সিগারেট বা তার টাকার সমমূল্য দাবি করতেন জিডি গ্রহণের শর্ত হিসেবে।

ঘটনার দিন রাত ৮টা পর্যন্ত ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এসআই রোজিনা। দায়িত্ব হস্তান্তরের সময় জিডিটি রোজিনার নামেই এন্ট্রি করা হলেও প্রক্রিয়াটি সম্পন্ন করেন এএসআই মাহফুজুর রহমান।

এ বিষয়ে অভিযুক্ত এএসআই মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে প্রতিবেদককে থানায় এসে কথা বলার আহ্বান জানান।

ঘটনার ব্যাপারে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম ইমরান খান বলেন, “থানায় কোনো ধরনের সরকারি সেবা পেতে ঘুষ লাগার কথা নয়।

আমি বর্তমানে ছুটিতে আছি, তা না হলে অবশ্যই অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতাম।”

এ ঘটনায় জেলা পুলিশ কর্তৃপক্ষ অভিযোগটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে প্রাথমিক তদন্ত শেষে

এএসআই মাহফুজুর রহমানকে ক্লোজড করেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সিরাজদিখান থানায় ঘুষের এমন অস্বাভাবিক দাবির ঘটনাটি সামাজিক মাধ্যমে ও স্থানীয়দের মাঝে

ক্ষোভের সৃষ্টি করেছে। সাধারণ জনগণ স্বচ্ছ ও ঘুষমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *