ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজ গৃহকর্মী হত্যা মামলায় গ্রেফতার

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধিঃ-

রাজধানীর রমনা থানাধীন এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে নবী নেওয়াজকে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর রমনা এলাকায় চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন গৃহকর্মী লিজা আক্তার।

পরে ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রায় দেড় মাস পর, ৫ সেপ্টেম্বর লিজার বাবা জয়নাল শিকদার বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করা হয়। সাবেক এমপি নবী নেওয়াজ এজাহারভুক্ত ১৭০ নম্বর আসামি।

ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *