আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ হয়, যাতে ১০ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাস ও রইচ উদ্দিন সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
সেই পুরনো বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাতে প্রথম দফায় সংঘর্ষ হয়।
পরদিন শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে অন্তত ২৫ জন আহত হন এবং বেশ কয়েকটি বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।”
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।