জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে স্থায়ী বাসস্থানের দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়ের লোকজন।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জীবননগর শাখা। এ সময় দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন তারা।
হরিজন ঐক্য পরিষদের সভাপতি শ্রী রংলাল বলেন, আমরাও মানুষ। কিন্তু সমাজের অনেকে আমাদেরকে মানুষ বলে মনে করে না।
আমাদের বাসস্থানের প্রয়োজন,অল্প একটু জায়গার ভিতর আমরা অনেক জন থাকি,খুবই কষ্ট হয়
থাকতে। তারপরও আমরা উপজেলা নির্বাহী অফিসার ও মেয়রের আশায় থাকি।
তারা আমাদের স্থায়ী বাসস্থান দেবে। এভাবেই বছরের পর বছর চলে যাচ্ছে,তারপর আমরা স্থায়ী বাসস্থান পাচ্ছি না। একটা জায়গা দিয়েছিল কিন্তু ওই এলাকার মানুষ সমস্যা সৃষ্টি করছেন।
তাই আমাদের অন্য কোথাও বাসস্থানের ব্যবস্থা করে দিক। যতদিন না আমাদের বাসস্থানের স্থায়ী সমাধান হচ্ছে,ততদিন আমরা পরিস্কার পরিচ্ছন্ন কর্মি কোন কাজ করব না।
এদিকে হরিজন সম্প্রদায়ের স্থায়ী বাসস্থানের দবী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জীবননগর শাখার আহবায়ক আতিয়ার রহমান বলেন,হরিজন সম্প্রদায় আমাদের সমাজের অংশ।
তারা দেশের বৈধ নাগরিক হিসাবে অন্য সব নাগরিকের মত বেঁচে থাকার অধিকার রয়েছে।
তাই তাদের দাবী মেনে নিয়ে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা