আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা আয়োজন করে উপজেলা ও পৌর মহিলা দল।
কর্মী সভায় হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫০০ নারী কর্মী অংশগ্রহণ করেন।
এতে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার,
সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান এবং মহিলা দলের আহ্বায়ক মোছা. সেলিনা খাতুনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা কর্মীদের প্রতি আহ্বান জানান, সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার জন্য একযোগে কাজ করতে হবে।
পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এ ধরনের কর্মী সভা নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে নেতৃবৃন্দ মনে করেন।