গঞ্জেরখবর ডেস্ক:-
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। বিষয়টি সন্ধ্যায় হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেদুরা ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মাহাতাব গং এবং বেলডাঙ্গী গ্রামের ইয়াসিন-নুরুল গংয়ের মধ্যে প্রায় ১৫ বছর ধরে ৪ বিঘা জমি নিয়ে বিরোধ চলছে।
বিষয়টি আদালতে বিচারাধীন এবং এর আগে ঐ জমিতে ১৪৪ ধারা জারি করা হয়।
তবে শুক্রবার দুপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একপক্ষ জমি দখলের চেষ্টা করলে অপরপক্ষের সঙ্গে তীব্র উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংবাদ পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনতে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যাকারিয়া মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে বিরোধ চলায় আদালতের নির্দেশ অনুযায়ী ওই জমিতে ১৪৪ ধারা বলবৎ ছিল।
কিন্তু তা উপেক্ষা করে সংঘর্ষে জড়ালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও তিনি ইঙ্গিত দেন।
হরিপুর ইউএনও আরিফুরজ্জামান বলেন, “দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গেদুরা কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।