ঞ্জেরখবর ডেস্ক:-

চুয়াডাঙ্গা জেলায় মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৩০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা।

জীবননগরে ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

১২ এপ্রিল ২০২৫ তারিখ শুক্রবার বিকাল ২:৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চুয়াডাঙ্গার একটি বিশেষ দল জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে গয়েশপুর গ্রামের সিরাজের জমির সামনে পাকা রাস্তা থেকে মোঃ ইমরান আলী (২৩) কে আটক করা হয়। সে ওই এলাকার বিল্লাল আলীর পুত্র। তার হেফাজত থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এএসআই (নিঃ) মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) আবু আল ইমরান ও এএসআই (নিঃ) আরিফুল ইসলাম। এ ঘটনায় জীবননগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

দর্শনায় ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

এর আগের দিন, ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত ৮:৫০ মিনিটে দর্শনা থানার শান্তিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে দর্শনা থানা পুলিশ।
অভিযানে ধৃত হয় মোঃ আঃ হান্নান ওরফে কুটি বাবু (৫০) এবং মোছাঃ চম্পা খাতুন ওরফে চনচল (২৭)। তাদের হেফাজত হতে ১ কেজি গাঁজা উদ্ধার করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী জব্দ করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান এবং সঙ্গীয় ফোর্স।

জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের প্রতিটি ইউনিট এই ধরনের অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।

চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক
মাদকমুক্ত সমাজ গঠনে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *