আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশিক পারভেজ মিনার নববর্ষের দিন দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে তিনি লেখেন:“নেতৃত্ব মানে দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়া, বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
সব সময় স্বপ্ন ছিল সাধারণ মানুষের জন্য কিছু করা। আমি আমার আদর্শিক অবস্থান থেকে গণঅধিকার পরিষদের ব্যানারে সে কাজগুলো করতে ব্যর্থ হয়েছি।
নানা কারণ থাকতে পারে, তবে কাউকে দোষারোপ করতে চাই না। বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রাখাও আমার জন্য কষ্টসাধ্য।
তাই গণঅধিকার পরিষদের সকলের প্রতি শ্রদ্ধা রেখেই আমি সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিচ্ছি।
“হয়তো দেখা হবে নতুন কোনো ভোরে, নতুন কোনো আলোকিত মানুষের সাথে।”
যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি, তবু ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে—তিনি স্বেচ্ছায় পদত্যাগ
করেছেন এবং তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পদত্যাগপত্রের ভাষা ও প্রেক্ষাপট বিশ্লেষণে বোঝা যায়, আশিক পারভেজ মিনার ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক ধারায় সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য তিনি দেননি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আশিক পারভেজ মিনারের এই পদত্যাগ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পরবর্তীতে তার অবস্থান এবং পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।