আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের ফ্যামিলি জোনে স্থানীয় সংগঠন ‘পণ্য প্রসার’-এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় অংশ নিয়েছেন ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকার ২০ জন নারী উদ্যোক্তা। তারা নিজস্বভাবে তৈরি ও উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের মাধ্যমে মেলায় অংশগ্রহণ
করছেন। হস্তশিল্প, দেশীয় পোশাক, ঘরোয়া শোভাসামগ্রীসহ নানা ধরনের পণ্যে মেলা সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া ফেলেছে।
আয়োজক প্রতিষ্ঠান ‘পণ্য প্রসার’-এর স্বত্বাধিকারী আনোয়ার ফিরোজ মাসুম জানান,“নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে যদি আমরা তাদের এগিয়ে যেতে দেখতে চাই।
এই মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা যেমন তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন, তেমনি সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতেও পারছেন।
এটি তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
উল্লেখ্য, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রসার এবং স্থানীয় অর্থনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে।
আগামী দুই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।